কোথায় যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র : জাজ মাল্টিমিডিয়া

বর্তমানে সর্ব কালের সবচেয়ে বাজে সময় যাচ্ছে চলচ্চিত্রের । গত ঈদের সময় আন্দোলন এবং মধুমিতা সিনেমা হল মালিক ও সেন্সর বোর্ড সদস্য নওশাদ সাহেবের উপর হামলা, সব কিছু মিলেই এখন বাহিরের চলচ্চিত্র লগ্নি কারকরা সিনেমা মুখি হচ্ছে না, আর্থিক ও সামাজিক নিরাপত্তার অভাবে । আর পুরাতন কোন প্রযোজক তো সিনেমা বানায় না ।
এর ফলশ্রুতিতে, নতুন কোন নতুন সিনেমা হচ্ছে না এমনকি পুরাতন যে সিনেমার শুটিং শুরু হয়েছিল তা আর বেশীর ভাগই হচ্ছে না ।
পরিপিক্ষিতে, চলচ্চিত্র (content) সঙ্কটে পরতে যাচ্ছে, বাংলাদেশের বন্ধ প্রায় হল গুলি । ভালো বড় সিনেমাতো দুরের কথা, করিমন সরিমন টাইপ সিনেমা ও থাকবে না আগামী জানুয়ারি থেকে । তাহলে হলে কি চলবে ? হল গুলি বাঁচবে কি দিয়ে ?
বাংলাদেশে সিনেমা মুক্তির দুইটি চ্যানেল আছে । এর জন্য বছরে দরকার ৮৮টি সিনেমা । হলকে বাঁচিয়ে রাখতে হলে কমপক্ষে ৬০টি সিনেমা দরকার বছরে । কিন্তু আগামী জানুয়ারি থেকে কোন সিনেমাই থাকবে না । আর আগামী জানুয়ারি থেকে ঈদ পর্যন্ত ৩-৪টি সিনেমা হবে হয়তো ।
তাহলে, কি হবে ? ডিসেম্বার থেকে হল বন্ধ হওয়া শুরু হবে । আর আগামী ঈদ এর আগেই অনেক হল বন্ধ হয়ে যাবে । আর আগেও বলেছি, যদি আর মাত্র ৫০টি হল বন্ধ হয়ে যায়, তাহলে আর বাংলাদেশে কারও পক্ষে সিনেমা বানানো সম্ভব নয় ।
বাংলাদেশ চলচ্চিত্রের অশনি সংকেত অতি সন্নিকটে । আর মাত্র কিছু দিন ।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All