জেনে নিন ( স্বামী-স্ত্রী সহবাসের কিছু নিয়ম কানুন। )


জেনে নিন ( স্বামী-স্ত্রী সহবাসের কিছু নিয়ম কানুন। )

অনেকেই প্রশ্ন করেছেন স্বামী-স্ত্রীর মিলনের ক্ষেত্রে
ইসলামিক কোন নিয়ম কানুন আছে কিনা ?? তাদের বলছি
হ্যা, স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম কানুন
মেনে চলতে হয়। সেগুলো আপনাদের সামনে তুলে ধরা
হলো। এর বাইরে যদি আপনাদের কোন কিছু জানা থাকে
তবে কমেন্টস করতে ভুলবেন না।
নিয়মঃ
১। রাত্রি দ্বি-প্রহরের আগে সহবাস করবেন না।
২। ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবেন না।
৩। সহবাসের প্রথমে দোয়া পড়বেন।
স্ত্রী সহবাসের দোয়া।
উচ্চচারনঃ বিসমিল্লাহি জান্নিবিনা শাইত্বানা ওয়া
জান্নিবিশ শাইত্বানা মা রাযাকতানা ।
অনুবাদঃ হে আল্লাহ আমাকে শয়তান হতে বাঁচার এবং
আমার জন্য যা হালাল করেছ তাহা হইতে শয়তানকে
বিতারিত করো।
তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন। স্ত্রী যদি ইচ্ছা হয়
তখন তাকে ভালোবাসা দিবেন এবং আদর সোহাগ
দিবে্ন।চুম্বন দিবেন। তখন উভয়ের মনের পূর্ণ আশা হবে
সহবাস।তখন বিসমিল্লাহ বলে শুরু করবে্ন।
৪।স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর
স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনো নিবেশ করা ছাড়া
অন্য কোনো সুন্দরি স্ত্রী লোকের বা অন্য সুন্দরী
বালিকার রুপের কল্পনা করিবেন না। তাহার সাহিত
মিলন সুখের চিন্তা করবেন না। স্ত্রীর ও তাই করা উচিৎ।
৫। রবিবারে সহবাস করবেন না।
৬। স্ত্রীর হায়েজ-নেফাসের সময় উভয়ের অসুখের সময়
সহবাস করবেন না।
৭। বুধবারের রাত্রে স্ত্রীর সহবাস করবেন না।
৮। চন্দ্র মাসের প্রথম এবং পনের তারিখ রাতে স্ত্রী
সহবাস করবেন না।
৯। স্ত্রীর জরায়ু দিকে চেয়ে সহবাস করবেন না। ইহাতে
চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়।
১০। বিদেশ যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস করবেন
না।
১১।সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা বলবেন না।
১২।নাপাক শরীরে স্ত্রী সহবাস কবেনন না।
১৩। উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় স্ত্রী সহবাস করবেন
না।
১৪। জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করবেন না।
১৫। ভরা পেটে স্ত্রী সহবাস করবেন না।
১৬।উল্টাভাবে স্ত্রী সহবাস করবেন না।
১৭। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন
না।
১৮।পূর্ব-পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All