অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ডুব


আপনাদের মতো আমরাও জানতে পেরেছি "ডুব"এর সেন্সর ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি দ্রুতই আমরা সার্টিফিকেট হাতে পাবে।
এই দীর্ঘ অপেক্ষার সময়ে আপনাদের সমর্থন আমাদের স্পিরিট ঠিকঠাক রেখেছে। আপনাদের ধন্যবাদ। সেন্সর বোর্ডকে ধন্যবাদ। সরকারের সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ।
এই খুশীর খবরে, কাল বা পরশু আপনাদের জন্য উপহার হিসাবে আসছে ডুব ছবির একমাত্র গান চিরকুটের গাওয়া "আহা জীবন"-এর লিরিক ভিডিও।
 অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ডুব। বেশকিছু অভিযোগ তুলে নির্মাতা ছবিটির সেন্সর আটকে দিয়েছিলো সেন্সরবোর্ড। এরপর থেকেই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু ও চলচ্চিত্রের পরিচালক ফারুকী। তবে ফারুকী জানান, তিনি মৌখিকভাবে শুনলেও এখনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। গত বছর সিনেমাটির গল্প অনুমোদন করে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। পরে সিনেমার কাজ শেষ করে এ বছর ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ডুব। 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All