পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ⤾কবর⤿ অবলম্বনে রাশিদ পলাশ নির্মাণ করছেন একই শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র| এতে সিনিয়র অভিনেত্রী চম্পার স্বামীর চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের শিমুল খান।
চম্পা-শিমুল ছাড়াও স্বল্পদৈর্ঘ্যটি ছবিটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, কাজী নওশাবা আহমেদ ও সাদিয়া রায়হান।
শিমুল খান বলছিলেন, চম্পা ম্যাডাম ও তারিক স্যারের মতো অভিনেতাদের সাথে অভিনয় করা আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা। আর চম্পা ম্যাডামের সাথে অভিনয় করতে গিয়ে বেশ ভয়ে আছি।
তিনি আরো বলেন, আমার দাদা মাওলানা আব্দুল হামিদ খান ছিলেন ফরিদপুরের অন্যতম কবি। তিনি ছিলেন জসীমউদ্দীনের ভাবশিষ্য। তাই পরিচালক রশিদ পলাশের কাছ থেকে প্রস্তাব পাওয়ার সাথে সাথে রাজি হয়ে যাই।
৭ থেকে ৯ আগস্ট মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন লোকেশনে ‘কবর’ এর শুটিং হবে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.