সাকিব আল হাসানের বিরুদ্ধে সমালোচনা নাকি অপপ্রচার?

আসুন, জেনে নেই বিস্তারিত।
কাহিনী ১: সাকিব আল হাসান তার পরিবার সহ একটা রেস্টুরেন্টে গিয়েছেন। তার সন্তানের পরিচর্যার জন্য একজন কাজের মেয়েকে নিয়ে যাওয়া হয়, পুরো পরিবার চেয়ারে বসে খেতে থাকলেও মেয়েটিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
ছবিটি দেখে সাকিবের পুরো পরিবারকে ধুয়ে দিচ্ছে সবাই।
কাহিনী ২: কিছুক্ষণ পরেই মেয়েটিকে সাকিবের স্ত্রী শিশির ভাবির পাশে চেয়ারে বসানো হয় যে ছবিটি রেখেই শুধু প্রথম ছবিটি দিয়ে অপপ্রচার চালানো হয়।
বিশ্বের সেরা একজন মানুষ কে নিয়ে যা তা গালাগালি করা বাংলাদেশী কিছু ছাগল এর দ্বারাই সম্ভব।
এবার এই ছবি গুলা দেখে কি সেই গালাগালি করা লোক গুলা কি সাকিব আল হাসানের পা ধরে সালাম করবে? নাকি রেস্পেক্ট ভাইয়া লিখে পোস্ট দিবে?
আসলে বাঙালী রা সম্মান দিতে জানেও না তাই সম্মান পায়েও না।।যারা পাচ্ছে একদম নিজের আলাদা কিছু থেকেই। আল্লাহর দান থেকেই।
ঘৃণা তাদের জন্য যারা এমন নোংরামি করে







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All