❤️নোয়াখালীর ভাষা শিখছেন বুবলি❤️

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে নতুন এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনব বুবলি। ছবির নাম ‘চিটাগাংয়া পোয়া নোয়াখাল্যাই মাইয়্যা’। ছবিটির নির্দেশনা দিবেন উত্তম আকাশ।
গতকাল শনিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে বাংলা ডট রিপোর্টকে নিশ্চিত করেছেন এ নায়িকা। আপাতত ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
নতুন এ ছবি প্রসঙ্গে ববুলি বলেন, 'গতকাল ছবিটির জন্য চুক্তিবদ্ধ হলাম। এতে আমি নোয়াখালির মেয়ের চরিত্রে অভিনয় করবো। এখন সমস্যা হচ্ছে ভাষা। ছবিটির জন্য নোয়াখালির আঞ্চলিক ভাষা শিখতে হচ্ছে আমাকে। আজ থেকে প্রেক্টিস শুরু করে দিয়েছে। আশা করি শুটিং শুরুর আগেই ভাষাটা নিজের মধ্যে আয়ত্বে আনতে পারবো।'
বুবলির বাবা মা দু'জনেই নোয়াখালির। সে সূত্রধরে নোয়াখালির মেয়ে বুবলি। তবে তার বড় হওয়া ঢাকাতেই। নিজের অঞ্চলের ভাষা বিষয়ে তাই একেবারেই জ্ঞান নেই। ফলে এখন বাবা মার কাছ থেকেই নোয়াখালির ভাষা শিখছেন বলে জানিয়েছেন এ নায়িকা। নতুন ছবির জন্য নিজের অঞ্চলের ভাষা শেখাটাকে বেশ গর্বের বিষয় বলেই জানিয়েছেন।
উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে বুবলির পঞ্চম ছবি এটি। এর আগে এ জুটির 'বসগিরি' ও ‘শুটার’ ছবি মুক্তি পায়। দুটি ছবিই বেশ ব্যবসা সফল হয়। বর্তমানে তাদের ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামের দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আসছে ঈদে ছবি দুটি মুক্তি পাবে বলে প্রায় নিশ্চিত হয়ে আছে।



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All