জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার, আগস্ট ৯, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন ভুইয়া।
এ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। বাকিরা হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল,ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ad

All