জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার, আগস্ট ৯, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন ভুইয়া।
এ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। বাকিরা হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল,ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.